আখাউড়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বজ্রপাতে সেলিম মিয়া (৬০) ও জামির খান (২১) নামে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় দুটি গরুও বজ্রাঘাতে প্রাণ হারিয়েছে।
রবিবার (১১ মে) বিকেলে ধরখার ইউনিয়নের রুটি ও বনগজ গ্রামে পৃথক বজ্রপাতের ঘটনায় এ দুর্ঘটনা ঘটে।
ধরখার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশেক মিয়া জানান, বিকেলে মাঠে ধানের খড় শুকানোর সময় রুটি গ্রামের নোয়াব মিয়ার ছেলে সেলিম মিয়া বজ্রপাতে নিহত হন।
অন্যদিকে, বনগজ গ্রামের পশ্চিম পাশে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান মদন খানের ছেলে জামির খান। এ সময় তার সঙ্গে থাকা দুটি গরুও বজ্রাঘাতে প্রাণ হারায়।
স্থানীয়দের মধ্যে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুইজনই কৃষক ছিলেন।
What's Your Reaction?






