বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ মে) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায়।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মুশফিকুর রহমান এবং নওগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন।
সভায় বক্তারা দুই মহৎ কবির সাহিত্যকর্ম এবং দেশের সাংস্কৃতিক অগ্রযাত্রায় তাঁদের অনন্য অবদানের কথা স্মরণ করেন। তাঁদের সৃষ্টি ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আলোচনা ও নানা সাংস্কৃতিক আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় কবিদের স্মরণে জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এই অনুষ্ঠানের মাধ্যমে জেলার সাংস্কৃতিক পরিমণ্ডলে রবীন্দ্রনাথ ও নজরুলের জীবনী ও সাহিত্যিক অবদান আরও গভীরভাবে ছড়িয়ে পড়বে বলে মত দেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?






