বিএনপি অফিস ভাঙচুরের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
ফরিদপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে বিএনপি অফিস ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার (৯ মে) বিকেল ৫টায় চরকমলাপুর রাস্তায় আধাঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
প্রতিবাদী কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, গত ২ মে (শুক্রবার) বিকেল ৫টায় সাবেক ছাত্রলীগ নেতা অভিকের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী ২১ নম্বর ওয়ার্ডের বিএনপি কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসে প্রবেশ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও নায়েবা ইউসুফের ছবি ছিঁড়ে ফেলে এবং গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও আসবাবপত্র তছনছ করে।
বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “বিগত ১৭ বছরে ছাত্রলীগের নেতাকর্মীরা বিরোধী দলের ওপর ধারাবাহিকভাবে জুলুম-নির্যাতন চালাচ্ছে। এবার এসব অত্যাচার সহ্য করা হবে না। আমরা তাদের প্রতিহত করব।”
বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে ২১ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






