বালিয়াকান্দিতে আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আরাফাত রহমান কোকো গোল্ডকাপ-২০২৫ (আন্তঃইউনিয়ন) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকেলে আরাফাত রহমান কোকো স্টেডিয়াম (কুঠির মাঠ) প্রাঙ্গণে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ এবং বালিয়াকান্দি স্পোর্টস একাডেমীর যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এসএম মিজানুর রহমান বেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, সদর ইউনিয়নের সাবেক সেক্রেটারি মহাসিন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজল আহমেদ ও সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, উলামা দলের আহ্বায়ক রুহুল আমীন ভূঁইয়া, বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পাপ্পু, সেলিম প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো যুব ক্রীড়া সংসদের সভাপতি খোন্দকার শফিউল আজম শিবলু এবং সঞ্চালনা করেন বালিয়াকান্দি স্পোর্টস একাডেমীর সভাপতি মেহেদী হাসান অপু।
উদ্বোধনী খেলায় বহরপুর ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলে জঙ্গল ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।
What's Your Reaction?






