ফিটনেস সম্পন্ন বাসসহ পাঁচ দাবি কুবি শিক্ষার্থীদের

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Aug 26, 2025 - 07:49
 0  2
ফিটনেস সম্পন্ন বাসসহ পাঁচ দাবি কুবি শিক্ষার্থীদের

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবহনে ভাড়ায় চালিত বিআরটিসি বাসের ফিটনেস উন্নয়নসহ পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন শিক্ষার্থীরা। গতকাল (২৪ আগস্ট) শিক্ষার্থীদের পক্ষ থেকে ছয়জন শিক্ষার্থী  দাবিগুলো আদায়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দেন । দাবি আদায় না হলে আন্দোলনে যাওয়ারও হুশিয়ারি দেন তাঁরা। 

‎স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার মান অত্যন্ত নাজুক। প্রতিনিয়ত ফিটনেসবিহীন, জীর্ণশীর্ণ বাস ব্যবহার করতে হচ্ছে শিক্ষার্থীদের। মাঝপথে নষ্ট হওয়া, ধাক্কা দিয়ে চালু করা, কিংবা আকস্মিক যান্ত্রিক ত্রুটির মতো ঘটনা এখন নিয়মিত ব্যাপার। এটি কেবল শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিঘ্নিত করছে না, বরং সরাসরি জীবননাশের ঝুঁকির মুখে ফেলছে।
‎স্মারকলিপিতে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো, বিশ্ববিদ্যালয়ের সকল বাসের ফিটনেস পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং অযোগ্য বাসগুলো অপসারণ করতে হবে। বিআরটিসি বা সমমানের নির্ভরযোগ্য পরিবহন সংস্থার সঙ্গে সমন্বয় করে নতুন ও নিরাপদ বাস শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করতে হবে। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য বিশ্ববিদ্যালয়ে আলাদা পরিবহন বাজেট নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পরিবহন ব্যবস্থার উন্নয়নে একটি পরিবহন মনিটরিং কমিটি গঠন করতে হবে।
‎দ্রুত সময়ে নতুন বাস নিশ্চিত করতে হবে। 

‎এছাড়াও শিক্ষার্থীরা আরও জানান,  আমরা প্রত্যাশা করি, প্রশাসন অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাকে নিরাপদ ও টেকসই করবে। নইলে শিক্ষার্থীদের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য হবো।

‎এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, "আগামী বুধবার একটা মিটিং ডাকা হয়েছে, যেখানে ছাত্র প্রতিনিধি, সাংবাদিকসহ বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডাররা থাকবে। পরিবহন পুলের সাথে বসে আমরা একটা সিদ্ধান্তে যাব।"

‎পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, "বিআরটিসির কুমিল্লা প্রধানের সাথে আমরা বসব। তাদের কথা শুনব, আমাদের পক্ষ থেকেও প্রশাসনের লোকজন থাকবে। তখন একটা সিদ্ধান্তে আমরা যেতে পারব। আমরা বলে দিয়েছি যেনো হেড অফিসের সাথে যোগাযোগ করে তারপর আসে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow