ফরিদপুরে বেনজীর আহমেদ তাবরিজের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং অবিলম্বে নির্বাচন আয়োজনের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) বিকেল ৪ টা ৫০ মিনিটে ফরিদপুর শহরের সিভিল সার্জন রোড থেকে শুরু করে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলিপুর গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরিজ। এছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা নাজমুল হোসেন, গোলাম রাব্বানী আকাশ, এনামুল করিমসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, "সম্প্রতি ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বিএনপি'র ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ছাত্ররা তাদের ভুল স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেছে। তবে ভবিষ্যতে এ ধরনের কাজ করলে তাদের আর ক্ষমা করা হবে না।"
বক্তারা আরও বলেন, "চৌধুরী নায়াবা ইউসুফের নেতৃত্বে বিএনপি সুসংগঠিত থাকবে এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধ থাকবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।"
এছাড়া সমাবেশে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল এসে যোগ দেয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
What's Your Reaction?






