ফরিদপুরের সদরপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুরের সদরপুরে গত ২৪ ঘণ্টার মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদরপুর থানা পুলিশ। রবিবার (১১ মে) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান।
আটককৃতরা হলেন- উপজেলার মজুমদার বাজার এলাকার মৃত মালেক মাতুব্বরের ছেলে রুবেল মাতুব্বর (৩৬), সতের রশি গ্রামের মৃত মিরাজ মিয়ার ছেলে আরিফ হোসেন (৩৮) এবং সারে সাতরশি গ্রামের মৃত শংকর চন্দ্র দাসের ছেলে কেশব দাস (৩৫)।
ওসি নাজমুল হাসানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদরপুর থানা পুলিশ। অভিযানে রুবেল মাতুব্বরের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা, আরিফ হোসেনের কাছ থেকে ২০ পিস ইয়াবা এবং কেশব দাসের কাছ থেকে ৪৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
ওসি নাজমুল হাসান বলেন, “গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ৩ জনকে আটক করেছি। তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সংগ্রহ করে এলাকায় সরবরাহ করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর নিয়মিত মামলা করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, সদরপুরে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?






