ফরিদপুরের রঘুনন্দনপুরে ছয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 12, 2025 - 13:14
 0  1
ফরিদপুরের রঘুনন্দনপুরে ছয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি

ফরিদপুরের রঘুনন্দনপুরে (শিশু পার্কের পেছনে) ছয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শনিবার (১২ জুলাই) ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত সোমবার (৭ জুলাই) শুরু হওয়া এই ধর্মীয় উৎসব ভক্তবৃন্দের উপস্থিতিতে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রতিদিনই অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভগবদ গীতা পাঠ, অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন, রাধা-গোবিন্দের অষ্টকালীন লীলা সংকীর্তন, কুঞ্জভঙ্গ লীলা, নগর কীর্তন, মহাপ্রভুর ভোগরাগ পরিবেশন এবং মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানের এক পর্যায়ে মোহন্ত বিদায়ও অনুষ্ঠিত হয়।

শেষ দিনের বিশেষ আকর্ষণ ছিল অষ্টকালীন লীলা কীর্তন, যা পরিবেশন করেন উত্তম গোস্বামী, অমল ব্যানার্জি এবং হৃদয় কৃষ্ণ দাস। এর আগে নাম সংকীর্তন পরিবেশন করেন জয়গুরু সনাতন সম্প্রদায়, শচীনন্দন সম্প্রদায়, গৌরবানী সম্প্রদায়, কালু গোপাল সম্প্রদায়, গোকুল কৃষ্ণ সম্প্রদায় ও প্রভু নিতাই সম্প্রদায়।

এই মহতী ধর্মীয় অনুষ্ঠানে ফরিদপুর ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা থেকে শত শত ভক্তবৃন্দের আগমন ঘটে। ভক্তদের জন্য অনুষ্ঠানস্থলে একটি ছোট পরিসরের মিনি মেলারও আয়োজন করা হয়, যা উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow