ফরিদপুরের ভাষণডাঙ্গায় পবিত্র আশুরা পালিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 6, 2025 - 13:16
 0  2
ফরিদপুরের ভাষণডাঙ্গায় পবিত্র আশুরা পালিত

ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ভাষণডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হয়েছে। শনিবার (৫ জুলাই) রাতে এ উপলক্ষে এলাকাবাসীর আয়োজনে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আশুরার এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু।

স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জামাল উদ্দিন, মোহাম্মদ নবী, মোহাম্মদ নবাবসহ আরও অনেকে। আশুরা উপলক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় বাসিন্দা ইমতিয়াজ হোসেন। শেষে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

এ সময় পুরো এলাকা ছিল ধর্মীয় পরিবেশে আবৃত, স্থানীয় মুসলমানরা এ আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow