ফরিদপুরের বোয়ালমারীতে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে সাব রেজিস্ট্রারের কার্যালয়ের সনদপ্রাপ্ত দলিল লেখকগণের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল দশটায় শুরু হওয়া এ কর্মশালায় দলিল লেখকদের সঠিক নিয়মে দলিল লেখার প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করা হয়।
বোয়ালমারী সাব রেজিস্টার জনাব লুৎফুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা রেজিস্ট্রার জনাব মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাঙা থানার সাবরেজিস্টার জনাব পারভেজ খাঁন, মধুখালি থানার সাবরেজিস্টার জনাব আল মাহমুদ এবং নগরকান্দা থানার সাবরেজিস্টার মাহবুব হোসেন।
অনুষ্ঠানে সনদপ্রাপ্ত দলিল লেখকগণ নিজেদের পরিচয় পর্ব তুলে ধরেন। উপস্থিত ছিলেন নির্মল কুমার, স্বপন কুমার, রেজাউল হোসেন, মো. চুন্নু শেখ, আতিয়ার রহমান, আব্দুল কুদ্দুস শেখ, মাহবুব হোসেন, হোসাইন মিয়া, আয়ুব হোসেন, স্বাধীন মিয়া সহ আরও অনেকে।
বোয়ালমারী সাব রেজিস্টার লুৎফুন নাহার বলেন, “দলিল লেখকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দলিল লেখার সময় সঠিক নিয়ম মেনে চলার জন্য এই অভ্যন্তরীন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। যাতে কেউ নিয়মের বাইরে না যায় এবং সঠিক ও নির্ভুল দলিল প্রস্তুত করা যায়।”
এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ভবিষ্যতেও চলমান থাকবে বলে বোয়ালমারী সাব রেজিস্টার জানান।
What's Your Reaction?






