প্রচণ্ড তাপদাহে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
May 11, 2025 - 15:30
May 11, 2025 - 16:10
 0  4
প্রচণ্ড তাপদাহে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের প্রভাব রাজশাহীতেও ভয়াবহ রূপ নিয়েছে। প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজশাহী ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

তীব্র তাপপ্রবাহের কবলে থাকা রাজশাহী ও চুয়াডাঙ্গা ছাড়াও ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অন্যান্য অংশ, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজারেও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

রোববার থেকে কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্কই থাকবে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার থেকে কিছুটা স্বস্তির ইঙ্গিত পাওয়া গেছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, যা তাপপ্রবাহ প্রশমিত করতে পারে।

মঙ্গলবার ও বুধবারও একই ধারা বজায় থাকতে পারে। সপ্তাহের শেষ দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা গরম কিছুটা কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow