পিরোজপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Jul 8, 2025 - 16:11
 0  2
পিরোজপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি আদায়ে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে অবস্থান কর্মসূচি। মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘ দুই যুগ ধরে তাঁরা দেশের বিভিন্ন এলাকায় টিকাদান কর্মসূচি, মা ও শিশু স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এলেও এখনো বৈষম্যপূর্ণ বেতন কাঠামোর শিকার হয়ে আছেন।

বক্তারা বলেন, “স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেডে উন্নীতকরণ, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেড প্রদান এবং ধারাবাহিক পদোন্নতির সুযোগ সুনিশ্চিত করা—এসব দাবিই আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি।” তারা অভিযোগ করে বলেন, “প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও যখন কোনও সমাধান আসছে না, তখন বাধ্য হয়েই আন্দোলনের পথে নামতে হয়েছে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি শামসুন্নাহার, সাধারণ সম্পাদক মহসিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মল্লিক আল মামুন, রফিকুল ইসলাম, সাগর শিকদার, মোস্তফা কামাল, সাইফুল ইসলাম, রুবেল হাওলাদার, রনি এবং বিভিন্ন উপজেলা থেকে আগত সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দ্রুত দাবি মেনে না নিলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
তারা সরকারের কাছে ন্যায্য স্বীকৃতি, মর্যাদা ও অবিলম্বে দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow