পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জেলা যুবদলের নবঘোষিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে পদ না পাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছেন পিরোজপুরের পদবঞ্চিত নেতাকর্মীরা। এ নিয়ে তারা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
বুধবার (০২ জুলাই) দুপুরে শহরের পুরাতন ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
এতে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ইকবাল আহমেদ সবুজ, সাবেক সহ-প্রচার সম্পাদক রাব্বি হোসেন বেপারী, সাবেক ত্রাণ সম্পাদক মো. আলামিন, কোষাধ্যক্ষ মো. মুসা, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শফিউল হায়দার অপু ও ধর্ম বিষয়ক সম্পাদক মো. নয়ন।
নেতারা অভিযোগ করেন, “দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেও আমরা আজ পদবঞ্চিত। দলের জন্য ত্যাগ স্বীকার করেও যদি মূল্যায়ন না পাই, তবে ভবিষ্যতে কর্মীদের উৎসাহিত করা কঠিন হয়ে পড়বে।”
তারা বলেন, “যদি ত্যাগী ও দক্ষ নেতাদের বাদ দিয়ে অবৈধ প্রভাবশালী বা অযোগ্যদের দিয়ে কমিটি গঠন করা হয়, তবে তা দলের জন্য আত্মঘাতী হবে।”
পদবঞ্চিতরা যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নতুন করে একটি যৌক্তিক ও প্রতিনিধিত্বশীল কমিটি গঠন করতে হবে। পাশাপাশি আগামীতে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে সংগঠন গঠনের আহ্বান জানান তারা।
What's Your Reaction?






