নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু, নতুন করে শনাক্ত ১ জন

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Jul 2, 2025 - 17:27
 0  4
নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু, নতুন করে শনাক্ত ১ জন

নোয়াখালীর কবিরহাট উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেবল হক (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি জেলার চাপরাশিরহাট ইউনিয়নের লামছি গ্রামের গনু মিয়ার ছেলে।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি বুধবার (২ জুলাই) সকালে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী।

ডা. রাজীব জানান, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে জেবল হককে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে তার নমুনা পরীক্ষা করলে করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা পরীক্ষায় নতুন করে আরও একজনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছেন ডা. রাজীব আহমেদ।

জেলা সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি জানান, এখন পর্যন্ত জেলায় মোট ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে কিট সংকটের কারণে উপজেলা পর্যায়ে এখনো করোনা পরীক্ষা চালু করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, “মারা যাওয়া বৃদ্ধ দুপুরে করোনা শনাক্ত হওয়ার পর সন্ধ্যায় মারা যান। বিষয়টি আমরা মনিটর করছি। পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow