পিরোজপুরের নাজিরপুরে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

আল-আমিন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
May 26, 2025 - 16:57
 0  8
পিরোজপুরের নাজিরপুরে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) উপজেলার কৃষি হলরুমে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা কৃষি অফিসের উপ-পরিচালক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা এবং সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজুর রহমান মিল্টন।

বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপক নীহার রঞ্জন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হোসনেয়ারা বেগম ও কৃষক বিজন কৃষ্ণ মৃধা প্রমুখ।

বক্তারা বলেন, এ কংগ্রেসের মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় পরিচালিত পার্টনার ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ, আধুনিক সেচ প্রযুক্তি সম্প্রসারণ, মানসম্মত তথ্য ব্যবস্থাপনার বাস্তবায়ন, ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রমসহ নানাবিধ উদ্যোগ তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে কৃষক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow