নোয়াখালীর সেনবাগে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Aug 26, 2025 - 14:14
 0  2
নোয়াখালীর সেনবাগে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে সেনবাগ উপজেলার ছমির মুন্সিরহাট বাজার এলাকার মোহাম্মদীয়া হোটেলের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত আসামির নাম আনোয়ার হোসেন (৪৮)। তিনি সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের আবুল খায়ের কোম্পানীর বাড়ির বাসিন্দা। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) অনুপ চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, “অভিযানে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow