নোয়াখালীতে যৌথবাহিনীর অভিযানে নারীসহ আটক ৪

নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে নারীসহ চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ স্বর্ণালংকার, অস্ত্র তৈরির সরঞ্জাম ও চেতনানাশক ওষুধ।
মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় হাতিয়া কোস্টগার্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুন অর রশীদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে বুড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ‘শামীম বাহিনী’ নামক একটি সশস্ত্র দস্যুদলের সদস্য সোহেল, সুমন উদ্দিন, নারী সহযোগী পারুল বেগম এবং স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়।
আটকদের কাছ থেকে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির যন্ত্রপাতি, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, দুই বোতল চেতনানাশক ওষুধ, ২২ ভরি ১২ আনা ৪ রতি স্বর্ণালংকার এবং ১০ ভরি ১৩ আনা রূপার অলংকার উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
What's Your Reaction?






