নোয়াখালীতে ঘুমের মধ্যে শিশুর মৃত্যু

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Aug 27, 2025 - 07:41
 0  2
নোয়াখালীতে ঘুমের মধ্যে শিশুর মৃত্যু

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ঘুমের মধ্যে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া পশ্চিমপাড়ার আলী আহম্মদ মাষ্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম লাইবা। সে স্থানীয় ব্যবসায়ী জিয়াউল হক লিটন ও শারমিন আক্তার দম্পতির কন্যা। দুই বোন ও দুই ভাইয়ের মধ্যে লাইবা ছিল সবার ছোট।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে মা শারমিন আক্তার লাইবাকে শোবার ঘরে ঘুম পাড়িয়ে রেখে গৃহস্থালির কাজে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি শিশুটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে লম্বা সময় ধরে শিশুকে খাবার না দেওয়া বা ঘুমের মধ্যে অন্য কোনো কারণে শ্বাসরোধ হয়ে থাকতে পারে। শিশুর শরীরে কামড়ের চিহ্ন না থাকলেও কিছু লাল দাগ পাওয়া গেছে, যা রক্ত জমাট বাঁধার লক্ষণ হতে পারে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রয়োজন।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, এ ঘটনার বিষয়ে তিনি এখনও অবগত নন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow