নোয়াখালীতে এ বি ও ব্লাড অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্প

রাশেদুল ইসলাম, সুবর্ণচর প্রতিনিধি, নোয়াখালীঃ
Aug 26, 2025 - 13:58
 0  1
নোয়াখালীতে এ বি ও ব্লাড অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্প

স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও রক্তদানের গুরুত্ব তুলে ধরতে নোয়াখালীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প আয়োজন করেছে এ বি ও ব্লাড অর্গানাইজেশন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সোমবার (২৫ আগস্ট) বিকালে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ বাজারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে দুইশতাধিক মানুষ তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে সেবা দেওয়ার পাশাপাশি উপস্থিত জনসাধারণকে রক্তদানের প্রয়োজনীয়তা ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে অবহিত করেন।

এবি ও ব্লাড অর্গানাইজেশনের সভাপতি মহসিন রহমান হাবিব বলেন, “আমাদের লক্ষ্য শুধু রক্তের গ্রুপ নির্ণয় নয়, বরং সমাজে রক্তদানের সংস্কৃতি গড়ে তোলা। প্রতিটি মানুষ যেন নিজের রক্তের গ্রুপ জানেন এবং প্রয়োজনে অন্যের জীবনের জন্য এগিয়ে আসেন— সেটাই আমাদের উদ্দেশ্য।”

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুর রহমান মোল্লা জানান, ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের ক্যাম্পের আয়োজন করা হবে। পাশাপাশি জরুরি মুহূর্তে রক্তের চাহিদা পূরণে সংগঠনটি সক্রিয় থাকবে।

স্থানীয় সমাজকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ ক্যাম্পে অংশগ্রহণ করেন এবং এ উদ্যোগকে স্বাগত জানান। উপস্থিত সকলে আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম মানুষের মধ্যে রক্তদানের অনুপ্রেরণা জাগাবে এবং স্বাস্থ্য সচেতনতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow