নোয়াখালীতে আ.লীগ নেতার মাকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঘরে ঢুকে ছুরিকাঘাতে গুরুতর আহত হোসনে আরা বেগম (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলার সময় দুর্বৃত্তরা তার গায়ে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও বিছানার নিচে রাখা সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়।
রবিবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
হোসনে আরা বেগম উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামাল খাঁনের মা।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় বৃদ্ধা ঘরে একা ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে তিনটি কোপ দেয় এবং কান ছিঁড়ে স্বর্ণালংকার নিয়ে যায়।
তার নাতি সালমান ঘরে এসে রক্তাক্ত অবস্থায় দাদিকে অচেতন দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
নিহতের ছেলে মাইনউদ্দিন বলেন, "এটি চুরি নয়, পরিকল্পিত ডাকাতি।"
কবিরহাট থানার ওসি শাহীন মিয়া জানান, এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিচিত ছিল এবং চেনা পড়ে যাওয়ায় তাকে হত্যা করা হয়। তদন্ত চলছে।
What's Your Reaction?






