নির্বাচন নিয়ে তালবাহানা করলে বাংলার মাটিতে তার জায়গা হবে না

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, ড. মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। অথচ একজন শিশুতোষ মানসিকতার ব্যক্তি বলে বেড়াচ্ছে নির্বাচন হবে না। এটা দেশের জনগণকে অবজ্ঞা করা এবং অগণতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ। নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে এ দেশের মানুষ তার প্রতিবাদ করবে এবং সে রাজনীতি থেকে হারিয়ে যাবে, এর কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা নির্বাচন নিয়ে বারবার তালবাহানা করেছে বলেই তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখনো যদি কেউ নির্বাচন নিয়ে টালবাহানা করে তবে বাংলার মাটিতে তার অবস্থান থাকবে কিনা, তা নিয়ে আমার সন্দেহ রয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে মুন্সীগঞ্জের স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজে আয়োজিত ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা নাসরিন। বিশেষ অতিথি ছিলেন এডহক কমিটির অভিভাবক সদস্য মো. সোহেল লস্কর, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার এবং মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে অভিভাবক-শিক্ষকের যৌথ ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। অভিভাবক সমাবেশে শতাধিক অভিভাবক অংশ নেন।
What's Your Reaction?






