নাজিরপুরে যুবদলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে নাজিরপুরে যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকালে উপজেলা সদর থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেটে গিয়ে শেষ হয়। এ সময় ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, মোটরসাইকেল শোভাযাত্রা এবং বাদ্যযন্ত্রের তালে উৎসবমুখর পরিবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
আনন্দ মিছিলটির নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ লিলন। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এস এম রেজাউল করিমের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাজেদুল কবীর রাসেলের পরিচালনায় পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক সরদার কামরুজ্জামান তুষার, যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সালমান জাকির, জুবায়ের হোসেন অনিক, আবুল কালাম আজাদ লিলন, হাফিজুর রহমান ও মিজানুর রহমান শরীফ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে যুবদলের কোন পূর্ণাঙ্গ কমিটি ছিল না। রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের দিয়েই ভবিষ্যতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তারা আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন। দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী যুবদল রাজপথে লড়াই চালিয়ে যাবে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের স্বাক্ষরে ৫১ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটিতে সরদার কামরুজ্জামান তুষারকে আহ্বায়ক এবং এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করা হয়।
What's Your Reaction?






