তিন বছর ধরে বন্ধ থানচি কলেজের আইসিটি ভবনের কাজ, শিক্ষার্থীরা বঞ্চিত ডিজিটাল শিক্ষা থেকে

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Jul 1, 2025 - 21:40
 0  1
তিন বছর ধরে বন্ধ থানচি কলেজের আইসিটি ভবনের কাজ, শিক্ষার্থীরা বঞ্চিত ডিজিটাল শিক্ষা থেকে

বান্দরবানের থানচি উপজেলার থানচি কলেজের আইসিটি ভবন নির্মাণকাজ তিন বছর ধরে ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ডিজিটাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন কলেজটির শতাধিক শিক্ষার্থী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ভবনের রড, খুঁটি ও বিম বৃষ্টির পানিতে মরিচা ধরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। আইসিটি ক্লাসে ডিজিটাল উপকরণ ও প্র্যাকটিক্যাল না থাকায় শিক্ষার্থীরা ফল বিপর্যয়ের আশঙ্কা করছেন।

আইসিটি বিষয়ের শিক্ষার্থী ডমেথুই মারমা, কোখ্যাই খুমি ও রত্না ত্রিপুরা জানান, ‘ক্লাস হয় ঠিকই, কিন্তু হাতে-কলমে প্র্যাকটিক্যাল হয় না। তাই গতবার অনেকের ফল খারাপ হয়েছে। এ বছরও ফেল করার আশঙ্কা আছে।’

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ২০২২-২৩ অর্থবছরে থানচি কলেজে আধুনিক আইসিটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। প্রায় ৮২ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ফাউন্ডেশনসহ একটি একতলা ভবনের টেন্ডার আহ্বান করা হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পান বান্দরবানের এক ঠিকাদার, যিনি পরে লাভের আশায় স্থানীয় বাসিন্দা হ্লামংচিং মারমার কাছে কার্যাদেশটি হস্তান্তর করেন।

ঠিকাদার হ্লামংচিং মারমা শুরুতে মাত্র ১৫ শতাংশ কাজ করে নির্মাণকাজ বন্ধ করে দেন। এরপর একাধিকবার কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করলেও কাজ আর এগোয়নি।

কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা বলেন, ‘নানা সময় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো অগ্রগতি হয়নি। তিন বছরেও কাজ শুরু হয়নি।’

এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বান্দরবান জেলার নির্বাহী প্রকৌশলী মো. মির্জানুর রহমান বলেন, ‘ঠিকাদার সংস্থাকে ২৫ লাখ টাকা রানিং বিল দেওয়া হয়েছিল। কিন্তু পরে তারা লোকসানের অজুহাতে ২০২৪ সালে কাজ থেকে সরে দাঁড়ায়। আমরা কার্যাদেশ বাতিল করেছি। সহকারী প্রকৌশলী পাঠিয়ে নতুন করে ঠিকাদার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা করা হবে।’

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘসূত্রতার কারণে সরকারি অর্থ অপচয় হচ্ছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়ছে। দ্রুত আইসিটি ভবনের নির্মাণ সম্পন্ন করে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় যুক্ত করার দাবি উঠেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow