নাজিরপুরে যাত্রা শুরু করল ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং

আল-আমিন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
Aug 13, 2025 - 18:57
 0  2
নাজিরপুরে যাত্রা শুরু করল ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং

আধুনিক ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা। বুধবার (১৩ আগস্ট) দুপুরে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই নতুন শাখার উদ্বোধন করা হয়, যা স্থানীয় অর্থনীতি ও মানুষের জীবনযাত্রায় নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

নাজিরপুর উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল-আমিন খানের সভাপতিত্বে এবং ডাচ্-বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা।

ব্যাংকিং সেবার এই নতুন দিগন্তের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বরিশাল অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার এ. এইচ. এম. কামরুজ্জামান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার নাজির হোসাইন, নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. মশিউর রহমান এবং পিরোজপুর-নাজিরপুরের ডাচ্-বাংলা ব্যাংকের মাস্টার এজেন্ট মো. শামীম খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামের মানুষ এখন টাকা জমা দেওয়া, তোলা, নতুন অ্যাকাউন্ট খোলা, বিদেশ থেকে আসা রেমিট্যান্স গ্রহণ এবং বিভিন্ন বিল পরিশোধের মতো সুবিধাগুলো নিজেদের এলাকাতেই পাবেন। এতে তাদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।

ইউএনও সাজিয়া শাহনাাজ তমা তার বক্তব্যে বলেন, সরকারের আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে এগিয়ে নিতে এই এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি এই উদ্যোগকে স্বাগত জানান এবং এর মাধ্যমে স্থানীয় ব্যবসা-বাণিজ্য আরও প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই নতুন শাখার উদ্বোধনের মধ্য দিয়ে নাজিরপুরের সাধারণ মানুষ এখন থেকে সহজেই আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবার আওতায় আসবেন, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow