নবীনগরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুড়ি নদীতে ডুবে সজীব মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সজীব মিয়া পৌরসভার খাজানগর গ্রামের শিপন মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সজীব মিয়া বাড়ির পাশে বুড়ি নদীর পাড়ে খেলছিল। খেলার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে গেলে স্রোতের টানে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে। পরে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, "পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।"
What's Your Reaction?






