নওগাঁয় সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ
May 18, 2025 - 17:37
 0  3
নওগাঁয় সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার

নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে ১৪ বিজিবি। শনিবার (১৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কালুপাড়া সীমান্তের ২৭১/৭-এস নম্বর পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।

১৪ বিজিবির পত্নীতলা ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালুপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আইয়ুব আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬০৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ২ লাখ ৪৩ হাজার টাকা।

বিজিবি জানায়, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে বিজিবি সর্বাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে। সীমান্ত এলাকায় টহল আরও জোরদার করা হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow