নওগাঁয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল — ‘গোপন মব সৃষ্টির’ বিরুদ্ধে হুঁশিয়ারি

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Jul 14, 2025 - 21:07
 0  1
নওগাঁয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল — ‘গোপন মব সৃষ্টির’ বিরুদ্ধে হুঁশিয়ারি

গুপ্ত সংগঠনের গোপন তৎপরতা, মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ জেলা শাখা।

সোমবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে গিয়ে মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর ছিলেন—
‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’,
‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’,
‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’,
‘মানুষ মরে উল্লাস করে, ইন্টেরিম কি করে’।

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা।

বক্তারা অভিযোগ করেন, ‘৯ জুলাই মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটিয়ে যে উল্লাস করা হয়েছে, তা নজিরবিহীন। এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছে নওগাঁ জেলা ছাত্রদল। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ও আইন-শৃঙ্খলার চরম অবনতির জন্য সরকারকেই দায়ী করা হয়।’

বক্তারা আরও বলেন, ‘সোহাগ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। নচেৎ ছাত্রদল আরও কঠোর কর্মসূচির মাধ্যমে রাজপথে নামতে বাধ্য হবে।’

সমাবেশে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকার, আবু সালেহ স্নেহ, ফায়সাল আজম অলি, হাফিজুর রহমান আকাশ, আজিজুল ইসলাম, তাইজুল ইসলাম তাজ, মনোয়ার হোসেন রাঙ্গা, শাজাহান বাদশা, আল-আমিন বাদশা, হৃদয় মাহমুদ, মুন, সঞ্জিবসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow