ঢাকায় বিমানবন্দরে যুবলীগ নেতা আজম পাশা রুমেল আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার (১৭ মে) ভোররাতে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুমেল সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ কার্যক্রম) সভাপতি আব্দুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। শুক্রবার দিবাগত রাতের শেষ দিকে একটি ফ্লাইটে দেশ ত্যাগের চেষ্টাকালে তাকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, "গত ৫ আগস্টের ঘটনার পর থেকে রুমেল পলাতক ছিলেন। শুক্রবার রাতে তিনি চুপিসারে বিদেশে চলে যাওয়ার চেষ্টা করেন। বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বিষয়টি আমাদের জানানো হয়েছে। তাকে কোম্পানীগঞ্জ থানায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রুমেলের গ্রেপ্তারের খবরে আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে।
What's Your Reaction?






