ঝালকাঠিতে মসজিদে ঢুকে ইমামের ওপর নৃশংস হামলা

মোঃ রহমাতুল্লাহ, স্টাফ রিপোর্টারঃ
Aug 23, 2025 - 09:14
 0  2
ঝালকাঠিতে মসজিদে ঢুকে ইমামের ওপর নৃশংস হামলা

ঝালকাঠিতে মসজিদের মতো পবিত্র স্থানে ঢুকে একজন ইমামের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের তালুকদার বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আল আমিন হোসাইনের ওপর এই নৃশংস হামলা চালানো হয়। অভিযোগের তীর সরাসরি ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ তাপস তালুকদার ও তার সহযোগীদের দিকে। হামলায় গুরুতর আহত ইমামকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজের পর আকস্মিকভাবে তাপস তালুকদার তার দলবল নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করে ইমাম আল আমিনের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে কিল-ঘুষি ও লাথি মেরে মেঝেতে ফেলে দেওয়া হয়। হামলাকারীরা এখানেই থেমে থাকেনি, তারা ইমামের দাড়ি ধরে টেনে ছিঁড়ে ফেলার মতো এক অকল্পনীয় ও নিন্দনীয় কাজ করে। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত ও জখম হন। পরে মুসল্লি ও এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মাওলানা আল আমিনকে উদ্ধার করে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

মসজিদের মতো পবিত্র স্থানে একজন ইমামের ওপর এমন বর্বরোচিত হামলায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী তাপস তালুকদার ও তার সহযোগীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

উল্লেখ্য, আহত মাওলানা আল আমিন হোসাইন শুধুমাত্র ইমাম হিসেবেই নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নবগ্রাম ইউনিয়ন শাখার সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হামলা চালানো হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অনেকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। ভুক্তভোগীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow