চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Aug 28, 2025 - 16:59
 0  2
চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতেই তিনি চীন সফর শেষে ঢাকায় পৌঁছান।

চীন সফরকালে সেনাবাহিনী প্রধান বেইজিংয়ে People's Liberation Army (PLA) এর সদর দপ্তরে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি PLA স্থল বাহিনীর Political Commissar জেনারেল চেন হুই-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা এবং বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নে চীনের সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।

এরপর ২৩ আগস্ট সেনাবাহিনী প্রধান চীনের NORINCO গ্রুপের প্রেসিডেন্ট চেন দেফাং-এর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রচলিত NORINCO গ্রুপের বিভিন্ন সামরিক সরঞ্জামের আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

এছাড়া জেনারেল ওয়াকার-উজ-জামান PLA এর Academy of Armoured Forces-এর বেইজিং ক্যাম্পাসসহ বিভিন্ন সামরিক গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। আন্তর্জাতিক মানসম্পন্ন এ একাডেমিতে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করছেন।

সফরকালীন সময়ে সেনাবাহিনী প্রধান বেইজিং ও শিয়াং এ অবস্থিত NORINCO Group এর বিভিন্ন কারখানা ও গবেষণা কেন্দ্র, China Aerospace Long-March International Co Ltd এবং Aisheng UAV Factory-সহ আধুনিক অস্ত্র ও গোলাবারুদ তৈরির অন্যান্য স্থাপনাও ঘুরে দেখেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ২০ আগস্ট সরকারি সফরে চীন গমন করেছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow