চলন্ত ট্রেন থেকে ফেলে আদম ব্যবসায়ীকে হত্যাচেষ্টা, মামলা দায়ের

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
May 20, 2025 - 22:43
 0  11
চলন্ত ট্রেন থেকে ফেলে আদম ব্যবসায়ীকে হত্যাচেষ্টা, মামলা দায়ের

বগুড়ার আদমদীঘিতে এক আদম ব্যবসায়ীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। পূর্বশত্রুতার জেরে মোবাইল চোর অপবাদ দিয়ে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মতিউর রহমান। তিনি নিজেই বাদী হয়ে সোমবার (১৯ মে) রাতে সান্তাহার রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় এক ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬–৭ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে মতিউর রহমান একজন মাছ ব্যবসায়ী এবং গত দেড় বছর ধরে বৈধভাবে লোকজন বিদেশে পাঠানোর কাজ করে আসছেন। তিনি ইতোমধ্যে কয়েকজনকে সৌদি আরবে পাঠিয়েছেন। সর্বশেষ ১৫ দিন আগে আদমদীঘির তালশন গ্রামের সজিব হোসেনকে সৌদি আরবে পাঠান এবং এর বিনিময়ে সাড়ে চার লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু বৈধ কাগজপত্র পেতে বিলম্ব হওয়ায় ক্ষুব্ধ সজিব তার বাবার মাধ্যমে মতিউরকে হুমকি দেন।

এরপর রোববার (১৮ মে) দুপুরে মতিউর বগুড়া শহরের মাটিডালি এলাকা থেকে সান্তাহারগামী দোলনচাঁপা কমিউটার ট্রেনে ওঠেন। ট্রেনটিতে ওঠার পর থেকেই সজিবের ভাই রাকিব এবং ডহরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সুমনের নেতৃত্বে ৬–৭ জন ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকেন।

ট্রেনটি আদমদীঘির নসরতপুর স্টেশনে পৌঁছালে তাঁরা মতিউরকে মোবাইল চোর অপবাদ দিয়ে মারধর শুরু করেন এবং চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি প্রায় ৪–৫ মিনিট ধরে ট্রেনের দরজার সঙ্গে ঝুলতে থাকেন। হামলাকারীরা তাঁর সঙ্গে থাকা ব্যবসার ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে হাত ছেড়ে দেয়। ফলে তিনি ট্রেন থেকে পড়ে যান এবং প্ল্যাটফর্মে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন চোর ভেবে তাকেও মারধর করেন। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, “নসরতপুর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow