প্রতিদিন কোটি টাকার লিচু বেচাকেনা: জমজমাট ব্রাহ্মণবাড়িয়ার আউলিয়া বাজার

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
May 20, 2025 - 19:43
 0  3
প্রতিদিন কোটি টাকার লিচু বেচাকেনা: জমজমাট ব্রাহ্মণবাড়িয়ার আউলিয়া বাজার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার যেন এখন লিচু চাষিদের আশার আলো। দেশের অন্যতম বৃহৎ লিচুর হাট হিসেবে খ্যাত এই বাজারে প্রতিদিনই চলছে কোটি টাকার কেনাবেচা।

ভোর সাড়ে ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত এ বাজারে চলে লিচুর জমজমাট বেচাকেনা। পাটনাই, বুম্বে, চায়না থ্রি, চায়না টু ও এলাচি জাতের লিচুর প্রচুর চাহিদা রয়েছে এখানে। সুস্বাদু ও মানসম্পন্ন লিচু কিনতে দেশের বিভিন্ন জেলা থেকে ভিড় করছেন পাইকাররা।

স্থানীয় ইজারাদার ও ব্যবসায়ীদের ভাষ্যমতে, প্রতিদিন এখানে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার লিচু বিক্রি হয়। বাজারে প্রতি হাজার পাটনাই লিচু দেড় থেকে আড়াই হাজার এবং বুম্বে লিচু দুই থেকে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে। মৌসুমজুড়ে শতাধিক বাগান মালিক ও কৃষক এই বাজারে লিচু বিক্রি করে থাকেন।

চলতি বছর আবহাওয়ার কিছুটা প্রতিকূলতা থাকলেও বাজারে লিচুর চাহিদা রয়েছে তুঙ্গে। উৎপাদন কিছুটা কম হলেও দাম ভালো পাওয়ায় সন্তুষ্ট চাষিরা।

বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম ‘দৈনিক খোলা চোখ অনলাইন’-কে জানান, “এবছর উপজেলায় প্রায় ৪৪০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এখান থেকে প্রায় ২০ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে। মৌসুমের শুরুতে বৃষ্টির অভাবে কিছু সমস্যা দেখা দিলেও এখন পরিস্থিতির উন্নতি হয়েছে।”

আউলিয়া বাজার ঘিরে যেমন ব্যস্ত সময় পার করছেন চাষি ও ব্যবসায়ীরা, তেমনি অর্থনৈতিকভাবেও উপকৃত হচ্ছেন স্থানীয়রা। এই বাজার এখন শুধু লিচুর নয়, হয়ে উঠেছে এলাকার সামগ্রিক অর্থনীতির চালিকাশক্তি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow