গণতন্ত্র পুনরুদ্ধারে নারীরাই মূল শক্তি - নিতাই রায় চৌধুরী

"শুধু ঘর নয়, রাজপথও হবে নারীদের ঠিকানা"— গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারীদের ঐক্যবদ্ধ করতে এমনই জোরালো বার্তা নিয়ে মাগুরার শালিখায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির এক বিশাল মহিলা সমাবেশ। শনিবার (১৬ আগস্ট) উপজেলার পাথরঘাটা মন্দির প্রাঙ্গণে ৪নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এই সমাবেশে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা স্থানীয় রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, বর্ষীয়ান নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিএনপির নেত্রী রুনা সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি বলেন, "দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই। আর এই আন্দোলনে নারীদের ভূমিকাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারীরা জেগে উঠলে কোনো স্বৈরাচারী শক্তি ক্ষমতায় টিকে থাকতে পারে না।"
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত শালিখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চকলেট বলেন, তৃণমূলের নারীদের সংগঠিত করতেই আজকের এই আয়োজন।
বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, নারীদের এখন আর ঘরে বসে থাকার সময় নেই। নিজেদের অধিকার এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদেরকেই আন্দোলনে নেতৃত্ব দিতে হবে। সমাবেশ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে সকল নারীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার উদাত্ত আহ্বান জানানো হয়।
What's Your Reaction?






