কোলাপাড়ায় দক্ষিণ পাইকসা মাঠে ফুটবল খেলা উদ্ধোধনে বিএনপি নেতা ফরহাদ হোসেন

মুন্সীগঞ্জের শ্রীনগরের দক্ষিণ পাইকসা মাঠে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ফুটবল খেলার উদ্বোধন। শুক্রবার বিকেল ৩টায় উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা গ্রামবাসীর আয়োজনে এ খেলার উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরহাদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বিপ্লব হোসেন নাঈম, যুবনেতা বাবু, স্বেচ্ছাসেবক দলনেতা হৃদয় মোড়ল, রিজু শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন মোড়ল, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসিব, শ্রীনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উদ্বোধনী ম্যাচ দেখতে দক্ষিণ পাইকসা মাঠে বিপুল সংখ্যক দর্শক সমাগম হয়, যা স্থানীয় খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ ও সম্প্রীতির প্রমাণ বহন করে।
What's Your Reaction?






