কেন্দ্রীয় ছাত্রদল নেতা জুয়েল মৃধার মুক্তির দাবিতে ভান্ডারিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Aug 26, 2025 - 22:25
 0  1
কেন্দ্রীয় ছাত্রদল নেতা জুয়েল মৃধার মুক্তির দাবিতে ভান্ডারিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোঃ জুয়েল মৃধার মুক্তির দাবিতে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ভান্ডারিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ভান্ডারিয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের সভাপতিত্ব করেন ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম শাহীরাজ। সমাবেশে বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম মৃধা, মোঃ ইব্রাহীম হোসেন হিরন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাহিম হোসেন, ধাওয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আলিম বিশ্বাস, ছাত্রদল নেতা মোঃ রাকিব, মোঃ মেহেদী হাসান ও মোঃ রিয়াদুল ইসলাম।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে তার বিরুদ্ধে থাকা ৫৭টি মামলার মধ্যে ২০১৫ সালে অবরোধকালীন সময়ে বংশাল থানায় দায়ের হওয়া একটি মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডের সাজা দেন আদালত। গত ২৪ আগস্ট রবিবার সকালে ঢাকার সি এম এম আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগরে প্রেরণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow