কুষ্টিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

মোঃ রবিন হোসেন, কুমারখালী প্রতিনিধি, কুষ্টিয়াঃ
May 16, 2025 - 18:36
 0  3
কুষ্টিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

কুমারখালীর চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের লাইব্রেরিতে ডেকে নিয়ে সোমবার (১২ মে) দুপুরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৬ মে) শিক্ষার্থীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত প্রধান শিক্ষক রেজাউল করিম মিলন (৫০) পান্টি ইউনিয়নের পূর্বপাড়া ভালুকা গ্রামের বাসিন্দা। তিনি চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানান, সোমবার দুপুরে তার মেয়ে বিদ্যালয় থেকে বাসায় ফিরে কান্নায় ভেঙে পড়ে। জিজ্ঞাসাবাদে সে জানায়, প্রধান শিক্ষক রেজাউল করিম মিলন উপবৃত্তি ও মোবাইল ফোন দেওয়ার প্রলোভন দেখিয়ে লাইব্রেরিতে ডেকে নিয়ে যৌন হয়রানি করেছেন। এ বিষয়ে তাদের কাছে মুখ না খোলার জন্য প্রধান শিক্ষক বারবার হুমকি দিয়েছেন। এমনকি তাদের আপস-মীমাংসার জন্য চাপ প্রয়োগ করতে লোকজন পাঠান।

শিক্ষার্থীর মা আরও জানান, এ ঘটনার পর থেকে আতঙ্কে তার মেয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বিচারপ্রার্থী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, “উপবৃত্তির কথা বলে স্যার আমাকে লাইব্রেরিতে ডেকে নেন। সেখানে খারাপ আচরণ করেন। আমি এখন স্কুলে যেতে ভয় পাচ্ছি। ওনার বিরুদ্ধে অন্য মেয়েদের সঙ্গেও এমন আচরণের অভিযোগ আছে। আমি বিচার চাই।”

শিক্ষার্থীর চাচা জানান, প্রধান শিক্ষক বারবার ফোন করে তাদেরকে হুমকি দিচ্ছেন এবং ক্ষমা চাইছেন। এসব কথোপকথনের রেকর্ড তাদের কাছে রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক রেজাউল করিম মিলন বলেন, “শাসনের জন্য ওই শিক্ষার্থীকে ডাকা হয়েছিল। কোনো খারাপ আচরণ করা হয়নি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow