কুবিতে ‘বিজভেঞ্চার ২০২৫’-এ চ্যাম্পিয়ন ‘টিম প্যানিক অ্যাটাক’

কুবি প্রতিনিধি
May 11, 2025 - 15:38
May 11, 2025 - 15:39
 0  3
কুবিতে ‘বিজভেঞ্চার ২০২৫’-এ চ্যাম্পিয়ন ‘টিম প্যানিক অ্যাটাক’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত জাতীয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘বিজভেঞ্চার ২০২৫’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম প্যানিক অ্যাটাক’। রানারআপ হয়েছে ‘কোড ব্রেকারস’ এবং তৃতীয় স্থান অর্জন করেছে ‘নো মিনিটস লেফট’।

শনিবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, ময়নামতির অডিটোরিয়ামে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬টি দল অংশ নেয়।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রথম পর্যায়ে ২৪৮টি দল নিবন্ধন করে। দুটি ধাপে বাছাই শেষে চূড়ান্ত পর্বে অংশ নেয় ৬টি দল—‘নো মিনিটস লেফট’, ‘প্যানিক অ্যাটাক’, ‘টিম ইউরেকা’, ‘টিম টপ গান’, ‘কোড ব্রেকারস’ এবং ‘ওমেরটা’।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী হাছিন মাহতাব মাহিন। বিচারকের দায়িত্ব পালন করেন সামান-এর চিফ অপারেটিং অফিসার আজম খান, ডিআইভিসি-এর হেড অব কমিউনিকেশনস তারিফ মোহাম্মদ খান এবং বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রভাষক ইয়াকুব আলী শাকিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনটেন্ট ক্রিয়েটর মাশফিক এনাম তূর্য।

প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় পরিবেশনা করে জনপ্রিয় ব্যান্ড দল ‘আনকোর’।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow