কুবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
May 20, 2025 - 13:14
 0  4
কুবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন

তারেক রহমানের নির্দেশনা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।

সোমবার (১৯ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, জিয়া চত্বর এবং বিজয়-২৪ হল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনারের পূর্ব পাশে হাসনাহেনা, জিয়া চত্বর ও হল প্রাঙ্গণে কাঠবাদাম, আমলকীসহ আরও কিছু ফলজ ও সৌন্দর্যবর্ধক গাছ লাগানো হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাফায়েত সজল বলেন, “তারেক রহমানের নির্দেশনায় আমাদের দীর্ঘদিনের একটি পরিকল্পনা ছিল ক্যাম্পাসে সবুজায়ন কর্মসূচি নেওয়ার। আজ আমরা পরিবেশ উপযোগী দেখে শহীদ মিনার, জিয়া চত্বর এবং হল প্রাঙ্গণে প্রথম ধাপের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাফায়েত সজল, আহবায়ক সদস্য মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাতসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow