কাপ্তাইয়ে মধ্যরাতে শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরি

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের তালুকদার পাড়ায় মঙ্গলবার (২৭ মে) মধ্যরাতে এক শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ওই সময় বাড়িতে কেউ না থাকায় চোরেরা তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
বাড়ির মালিক রাইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ম্রাসিংনু মারমা জানান, “ঘটনার রাতে আমাদের কেউ বাসায় ছিল না। সকালে খবর পেয়ে বাসায় এসে দেখি, ঘরের দরজা ভাঙা ও সব জিনিসপত্র এলোমেলো। আলমারিতে রাখা প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা সহ কয়েক লাখ টাকার মালামাল খোয়া গেছে।” তিনি জানান, চুরির ঘটনায় কাপ্তাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।
চুরির বিষয়ে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো থানায় কোনো মামলা হয়নি তবে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।” এ সময় কাপ্তাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এসপি) মো. জাহেদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে কাপ্তাইয়ে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাত্র এক সপ্তাহ আগেই উপজেলার আবাসিক এলাকার একটি সরকারি কোয়ার্টারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছিল। স্থানীয়রা জানান, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
What's Your Reaction?






