কাপ্তাইয়ে বড়ইছড়ি ব্যবসায়ী কল্যাণ ফোরাম গঠন

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র বড়ইছড়ি সদরে ব্যবসায়ীদের ঐক্য ও স্বার্থ সংরক্ষণে নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে "বড়ইছড়ি ব্যবসায়ী কল্যাণ ফোরাম"। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় কালাম হোটেলে আয়োজিত এক সাধারণ সভায় সকল ব্যবসায়ীর সর্বসম্মতিক্রমে নতুন এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়, যা স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফোরামের সাবেক সভাপতি মোঃ দিলদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সভায় উন্মুক্ত আলোচনার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গঠিত কমিটিতে প্রবীণ এই ব্যবসায়ী নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেনকে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মোঃ একরাম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আবুল কালামকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। এছাড়াও, কোষাধ্যক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ইব্রাহিম এবং প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করবেন মোঃ জয়নাল আবেদীন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, এই ফোরাম বড়ইছড়ির সকল ব্যবসায়ীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠা, তাদের ব্যবসায়িক যেকোনো সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করা এবং প্রশাসনের সাথে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। স্থানীয় ব্যবসায়ীদের অধিকার আদায় ও সার্বিক কল্যাণে নিজেদের উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। এই নতুন কমিটি আগামী দিনে বড়ইছড়ির ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদী স্থানীয় ব্যবসায়ীরা।
What's Your Reaction?






