এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা

এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারে শীর্ষস্থান অর্জন করেছে পিরোজপুর জেলা। আগের বছরের ধারাবাহিকতা ধরে রেখে এবারও জেলার শিক্ষার্থীরা সাফল্যের স্বাক্ষর রেখেছে। বিপরীতে পাশের হারে সবচেয়ে নিচে অবস্থান করছে বরগুনা জেলা।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষার ফলাফল ঘোষণার সময় এ তথ্য নিশ্চিত করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জিএম শহীদুল ইসলাম। তিনি জানান, এবারে পিরোজপুর জেলার গড় পাশের হার ৬৫ দশমিক ৩৮ শতাংশ। যদিও গত বছরের তুলনায় জেলার পাশের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন অন্যান্য জেলার ফলাফলেও দেখা যাচ্ছে উল্লেখযোগ্য পতন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল জেলা, যেখানে পাশের হার ৫৭ দশমিক ২০ শতাংশ। গত বছর এই হার ছিল ৯০ দশমিক ৬৪। তৃতীয় অবস্থানে থাকা পটুয়াখালী জেলার পাশের হার ৫৫ দশমিক ৭২ শতাংশ, যা গত বছর ছিল ৮৩ দশমিক ৮০। চতুর্থ অবস্থানে রয়েছে ভোলা, যার পাশের হার ৫৪ দশমিক ৭০ শতাংশ, যেখানে গত বছর তা ছিল ৮৯ দশমিক ২৭।
পঞ্চম স্থানে রয়েছে ঝালকাঠি জেলা, যেখানে পাশের হার ৫১ দশমিক ৭৭ শতাংশ। গত বছর এই হার ছিল ৯০ দশমিক ৫২। ষষ্ঠ তথা সর্বনিম্ন অবস্থানে রয়েছে বরগুনা জেলা, যার পাশের হার এবছর ৫০ দশমিক ৮৪ শতাংশ, যেখানে গত বছর তা ছিল ৮৩ দশমিক ৮০।
অন্যদিকে, বিভাগভিত্তিক ফলাফলে দেখা যাচ্ছে, এ বছর সবচেয়ে ভালো ফল করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে সর্বমোট ২ হাজার ৯২০ জন। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৯২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পেয়েছে মাত্র ৩৫ জন পরীক্ষার্থী।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, সার্বিকভাবে ফলাফলের হার নিম্নমুখী হলেও বিজ্ঞান বিভাগে সন্তোষজনক ফলাফল পাওয়া গেছে, যা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।
What's Your Reaction?






