এক বিষয়ের পরীক্ষায় অংশ নিয়েও ফলাফলে দুই বিষয়ে ফেল

আতিউর রাব্বী তিয়াস, আক্কেলপুর প্রতিনিধি, জয়পুরহাটঃ
Jul 12, 2025 - 13:08
 0  4
এক বিষয়ের পরীক্ষায় অংশ নিয়েও ফলাফলে দুই বিষয়ে ফেল

জয়পুরহাটের আক্কেলপুরে একটি বিষয়ের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার পরও ফলাফলে দুটি বিষয়ে ফেল দেখানো হয়েছে এক শিক্ষার্থীর। উপজেলার শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, কারিগরি শাখার শিক্ষার্থী জিৎ চন্দ্র মোহন্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি হন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি ১৪টি বিষয়ে পরীক্ষা দিয়ে কেবল গণিতে অকৃতকার্য হন।

এরপর এক বছর পরিশ্রমের মাধ্যমে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় তিনি শুধুমাত্র গণিত বিষয়ে অংশ নেন। কিন্তু ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায়, তাকে গণিত ও কৃষি—দুই বিষয়ের জন্য ফেল দেখানো হয়েছে। অথচ পরীক্ষায় তিনি শুধু গণিত বিষয়ে অংশ নিয়েছেন এবং তার এডমিট কার্ডেও সেটিই উল্লেখ রয়েছে।

এ বিষয়ে জিৎ চন্দ্র মোহন্ত বলেন, “আমি খুব পরিশ্রম করে শুধু গণিত বিষয়ে পরীক্ষা দিয়েছিলাম। কৃষি বিষয়টি ছিলই না। অথচ এখন ফলাফলে আমাকে কৃষিতেও ফেল দেখানো হয়েছে। বিষয়টি দেখে আমি হতবাক ও মানসিকভাবে বিপর্যস্ত।”

বিদ্যালয়ের ক্যারিগরি শাখার সহকারী শিক্ষক ওরম ফারুক বলেন, “বোর্ডের কোনো কারিগরি ত্রুটির কারণে এমন ফলাফল দেখা যেতে পারে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন জানান, “এই ঘটনায় আমরা অবগত হয়েছি। আরও দু’জন শিক্ষার্থীর ক্ষেত্রেও এমন হয়েছে। কৃষি বিষয়টি ফোর্থ সাবজেক্ট হিসেবে থাকার কারণে চূড়ান্ত ফলাফলে কোনো প্রভাব পড়ার কথা নয়। তারপরও আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে বোর্ডে জানাচ্ছি।”

এ নিয়ে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীরা দ্রুত সমস্যার সমাধান চেয়ে বোর্ড কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow