ঋণের বোঝা সহ্য করতে না পেরে মঠবাড়িয়ায় ব্যবসায়ীর আত্মহত্যা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঋণের ভারে জর্জরিত হয়ে নান্না ফরাজী (৫৫) নামে এক সুপারির ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বুধবার (২৭ আগস্ট) ভোরে মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামে নিজ ঘরে কীটনাশক পান করে তিনি আত্মহত্যা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানা ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম বলেন, ঋণের কিস্তি ও পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পেরে নান্না ফরাজী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে যান। সেখানে তিনি উল্লেখ করেন, “আমার মৃত্যুর জন্য পরিবারের কেউ দায়ী নয়। আমি প্রচুর ঋণে জর্জরিত। দেনা শোধ করার কোনো পথ নেই। তাই পৃথিবী থেকে চলে যাওয়া ছাড়া উপায় নেই। আমার লাশের ময়নাতদন্ত করবেন না।”
নিহতের বড় ভাই তোফায়েল ফরাজী জানান, নান্না ফরাজী সুপারির ব্যবসা করতেন। ব্যবসায়িক কারণে এনজিও ও স্থানীয় মহাজনদের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের চাপে হতাশ হয়ে পড়েন তিনি। ভোরে কীটনাশক পান করার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর পঞ্চায়েত বলেন, “ঋণের চাপের কারণে মাঝে মাঝে তাকে হতাশাগ্রস্ত দেখা যেত। সকালে খবর পাই, সে বিষপান করে আত্মহত্যা করেছে।”
নান্না ফরাজীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
What's Your Reaction?






