ইসলামপন্থীদের ঐক্যই আগামী নির্বাচনে বিজয়ের চাবিকাঠি—মাসুদ সাঈদী

"দেশবাসী আগামী নির্বাচনে প্রতিটি সংসদীয় আসনে ইসলামপন্থীদের একজন প্রার্থী ও একটি বাক্স দেখতে চায়"—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আলহাজ্ব মাসুদ সাঈদী। রবিবার (৬ জুলাই) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলা শাখার ষান্মাসিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য সন্তান, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী বলেন, "ইমামতি শুধু পেশা নয়, এটি একটি ঈমানী দায়িত্ব। সমাজে ইমামদের ঐক্য ও নেতৃত্বের অভাবে সাধারণ মানুষ সামাজিক বিচারের জন্য রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হয়।"
তিনি বলেন, অতীতে ইসলাম চর্চায় বাধা দেওয়া হয়েছে, ইমামদের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা হয়েছে। কিন্তু এখন সময় এসেছে ইমামদের নিজস্ব অবস্থান থেকে স্বাধীনভাবে ইসলাম প্রচারের। কোনো ধরনের বাধা দেওয়া হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মাসুদ সাঈদী ইমামদের মর্যাদা ও জীবনমান উন্নয়নে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান—ইমাম-মুয়াজ্জিনদের সম্মানজনক বেতন, আবাসনের ব্যবস্থা, চাকরি বিধিমালা প্রণয়ন এবং জাতীয়করণ বাস্তবায়ন। তিনি বলেন, “ইমামদের সুন্দর জীবন হলে সমাজ আলোকিত হবে।”
ইসলামী দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মাসুদ সাঈদী বলেন, “তাওহীদের পরে মুমিনদের সবচেয়ে বড় দায়িত্ব হলো ঐক্য। আজ আমাদের সামনে বড় সুযোগ এসেছে। যদি এক থাকি, তাহলে ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনা সম্ভব।”
তিনি আরও বলেন, “যদি আমরা এখন ঐক্যবদ্ধভাবে কাজ না করি, তবে জাতি ইসলামপন্থী দল ও আলেম সমাজকে ক্ষমা করবে না।” সর্বস্তরের মানুষ এখন ইসলামী ঐক্য প্রত্যাশা করছে বলেও উল্লেখ করেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা আব্দুল হালিম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ, জাতীয় ইমাম সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসাইন ফরিদ, জহিরুল হক, বরিশাল বিভাগীয় সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী, সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক হেমায়েত উদ্দিনসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।
What's Your Reaction?






