ইম্পাওয়ারিং ইয়ুথ ফর হিউম্যান রাইটস অ্যাকশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Aug 16, 2025 - 14:58
 0  1
ইম্পাওয়ারিং ইয়ুথ ফর হিউম্যান রাইটস অ্যাকশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মানবাধিকার সচেতনতা বৃদ্ধিতে তরুণদের ভূমিকা নিয়ে “ফ্রম ক্যাম্পাস টু কনসায়েন্স: ইম্পাওয়ারিং ইয়ুথ ফর হিউম্যান রাইটস অ্যাকশন” শীর্ষক সেমিনারের আয়োজন করে ‘সোচ্চার  স্টুডেন্ট নেটওয়ার্ক’ কুমিল্লা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার।

আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে  সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সহকারী প্রক্টর মোতাসিম বিল্লাহ, সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মডারেটর ড.মোহাম্মদ মাহমুদুল হাসান খান। 

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশের সভাপতি ও ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার পোস্টডক্টরাল ফেলো, ড. শিব্বির আহমাদ, অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন মো. সানিকুদরত সাকি, ন্যাশনাল কনসালট্যান্ট, ইউএনআরআইসিও, হিউম্যান রাইটসের ইউএন; এবং নৃতত্ত্ব বিভাগ ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার পিএইচডি প্রার্থী, মুহাম্মদ আব্দুর রাকিব।
অনুষ্ঠানে সহকারী প্রক্টর মোতাসিম বিল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার কর্মীদের দুটি বিষয় খেয়াল রাখা উচিত। প্রথমত, হলগুলোতে আমার ভয়েস রেইজ করার জন্য বা স্বাধীনভাবে চলার ক্ষেত্রে কোথায় কোথায় বাধা রয়েছে, সেগুলো আমাদের লেখনী ও কথার মাধ্যমে তুলে ধরা। দ্বিতীয়ত, নিজের মত প্রকাশের স্বাধীনতা বাস্তবায়নের সময় যেন অন্যদের মত প্রকাশের স্বাধীনতা ব্যাহত না হয়, সেটিও লক্ষ্য রাখতে হবে। ক্যাম্পাসের শিক্ষার্থীদের কতটুকু অধিকার রয়েছে, সেগুলো ভোগের সুযোগ কতটা পাওয়া যায় এবং অপরের ক্ষেত্রে কোথায় বাধা রয়েছে—এই জায়গাগুলো নিয়ে সোচ্চার কাজ করতে পারলে তা হবে প্রশংসনীয় উদ্যোগ।

সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মডারেটর ড.মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, সোচ্চার নামের সংগঠনটির ক্যাম্পাসে অনেক দায়িত্ব রয়েছে। আপনাদের দায়িত্ব হলো খেয়াল রাখা—ক্যাম্পাসে কোথাও র‍্যাগ হচ্ছে কি না। আপনারা বিশ্ববিদ্যালয়কে সেবা দেবেন এবং প্রশাসনকে সহায়তা করবেন। প্রশাসনকে ডকুমেন্টেশন করে বিভিন্ন ঘটনা জানাবেন, যাতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। প্রতিটি হলে ও বিভাগে সোচ্চার-এর প্রতিনিধি থাকা জরুরি। তাতে প্রশাসনও দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হবে।

সোচ্চার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সভাপতি নাইমুর রহমান ভূইয়া বলেন, যারা উপস্থিত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সোচ্চার-কে একটি লিডিং ক্লাব হিসেবে গড়ে তুলবো। স্টুডেন্টদের কল্যাণে যেন কাজ করতে পারি, সেটি আমরা খেয়াল রাখবো। স্টুডেন্টরা যেন নির্ভয়ে ক্যাম্পাসে চলাফেরা করতে পারে, সেটিও আমাদের অগ্রাধিকার হবে।

উল্লেখ্য, আলোচকবৃন্দ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক মানবাধিকার বিষয়ক বিভিন্ন বিষয়াবলী সম্পর্কে আলোচনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow