ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনায় ছাত্রদল নেতার দুই হাত ভাঙল প্রতিপক্ষের হামলায়

পিরোজপুরের ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিয়াজুল ইসলাম শুভ (২৮) নামে এক ছাত্রদল নেতাকে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে পিটিয়ে তার দুই হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াজুল ইসলাম শুভ ইন্দুরকানী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রিয়াজুলের বাবা আব্দুল খালেক হাওলাদার জমির আগাছা পরিষ্কার করে দুই পক্ষের জমির সীমানায় রাখেন। এ নিয়ে প্রতিবেশী মিলন শিয়ালী ক্ষিপ্ত হয়ে তার দুই ছেলে সাগর শিয়ালী ও শাকিল শিয়ালীকে সঙ্গে নিয়ে আব্দুল খালেক হাওলাদারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিত হামলা চালায়।
এ সময় তার ডাক-চিৎকারে ছেলে রিয়াজুল ইসলাম শুভ ছুটে এলে সাগর ও শাকিল শিয়ালী লোহার রড দিয়ে তাকে পিটিয়ে দুই হাত ভেঙে দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শুভ ও তার বাবাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
আহত ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম শুভ অভিযোগ করে বলেন, “আমার বাবা আগাছা বাঁচতে ছিলেন। কিছু না বলেই তারা হামলা চালায়। বাবাকে বাঁচাতে গেলে আমার দুই হাত ভেঙে দেয়।”
ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
What's Your Reaction?






