আশুলিয়ায় ৪ লাখ জাল টাকা উদ্ধার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Aug 28, 2025 - 16:47
 0  14
আশুলিয়ায় ৪ লাখ জাল টাকা উদ্ধার

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়ায় ৪ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) রাত ৭টা ২৫ মিনিটে জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় আশুলিয়া থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় পাথালিয়া ইউনিয়নের আমবাগান এলাকার মিজানুর রহমানের মালিকানাধীন ৫তলা ভবনের ৪র্থ তলার ফ্ল্যাট (৪-সি) থেকে ৪০০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

এ ঘটনায় সানজিদা আক্তার (২৬) ও মোঃ সাদ্দাম হোসেন (২৮) নামের দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা (নং-১১১, তারিখ: ২৭/০৮/২০২৫) দায়ের করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫(ক) ধারায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow