আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবিতে ফের সড়কে দলিল লেখকরা

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Aug 7, 2025 - 17:39
 0  6
আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবিতে ফের সড়কে দলিল লেখকরা

নানা দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগে আশুলিয়ার সাব-রেজিষ্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের অপসারণ দাবিতে আবারও সড়কে নেমেছেন দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যরা ও সাধারণ জনতা। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সিএন্ডবি-আশুলিয়া সড়কে সাব-রেজিস্ট্রার অফিসের সামনে মাথায় সাদা কাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

বক্তারা অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রার খায়রুল বাশারের বিরুদ্ধে আগেও একাধিকবার দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এনে মানববন্ধন ও কলম বিরতির মতো কর্মসূচি পালন করা হয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে দলিল লেখকরা কাজ বন্ধ রেখে আন্দোলন চালিয়ে গেলেও কর্তৃপক্ষ এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বরং অভিযুক্ত সাব-রেজিস্ট্রার বহাল তবিয়তে রয়েছেন বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।

বিক্ষোভে নেতৃত্ব দেন দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক মো: আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মো: ইমাম হোসেন, আহ্বায়ক সদস্য মো: আনোয়ার হোসেন জসিম, সাবেক সহ-সভাপতি মো: মোতালেব হোসেন, কার্যকরী সদস্য মো: দিলবর হোসেন ও মোল্লা মো: হযরত আলী প্রমুখ।

বিক্ষোভকারীরা দাবি করেন, দুর্নীতির সঙ্গে জড়িত একজন কর্মকর্তা অফিসে থাকলে ন্যায়বিচার আশা করা যায় না। দ্রুত তার অপসারণ না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে যোগাযোগ করা হলে আশুলিয়া সাব-রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কারও কথায় পদত্যাগ করব না।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow