আশুলিয়ায় কেমিস্টস্-ড্রাগিস্টস্ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) আশুলিয়া থানা উপশাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৫ জুলাই) দুপুরে আশুলিয়ার জামগড়া চৌরাস্তার জালাল প্লাজার ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টের স্বপ্ন রাজ্য হলরুমে এই সভা আয়োজন করা হয়।
ঔষধ ব্যবসায় জড়িত কর্মকর্তা, কর্মচারী ও বিসিডিএস সদস্যদের অংশগ্রহণে এ সভাটি এক মিলনমেলায় পরিণত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীকন ফার্মাসিউটিক্যালসের সেলস্ ম্যানেজার (জোনাল হেড-৬) ও নির্বাহী ব্যবস্থাপক মিনা বুলবুল হোসেন। অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক প্রদান করে বিসিডিএস আশুলিয়া থানা উপশাখা।
বিশেষ অতিথি ছিলেন বিসিডিএস কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পরিচালক ও তুরাগ থানা শাখার সভাপতি কাজী নাসির উদ্দিন, পরিচালক মিয়া শরীফুল ইসলাম এবং আশুলিয়া ম্যানেজার'স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সোলাইমান মিয়া।
সভায় ঔষধ খাতের বিভিন্ন সমস্যা ও সমাধান, সদস্যদের অধিকার ও পেশাগত দায়িত্ব, নীতিমালা ও মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় কেমিস্ট ও ড্রাগিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধ ও অনুমোদনহীন ঔষধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্টদেরও সচেতন ও সক্রিয় হতে হবে।
সভায় সভাপতিত্ব করেন বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার সভাপতি মো. জহিরুল ইসলাম খান লিটন এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহসভাপতি নুর উদ্দিন পাটোয়ারী।
এছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি জাহিদ হাসান শিকদার, মোর্শেদ আলী খান পাপ্পু, এক্সিকিউটিভ সদস্য শাজাহান সুজন, শুয়াইবুর রহমান শুয়েব, রুহুল আমিন, শাহাবুদ্দিন আহমেদ রাজা, মিজানুর রহমান, কাজী মানসুর হাসান, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, শাহাদাত হোসেন উসমান, সালাউদ্দিন খান কাজলসহ আশুলিয়ায় কর্মরত কেমিস্টস্ সদস্যরা।
অনুষ্ঠানের শেষভাগে অংশগ্রহণকারীদের জন্য এক প্রীতিভোজের আয়োজন করা হয়, যেখানে সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। নেতৃবৃন্দ জানান, এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে আয়োজনের মাধ্যমে স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
What's Your Reaction?






