আর যেন কোনো জালিম এই দেশে ভর করতে না পারে - মীর সরফত আলী সপু

আর যেন কোনো জালিম এই দেশে ভর করতে না পারে, দেশটাকে সবাই মিলে এগিয়ে নিতে হবে—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও খ্যাতিমান চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কেন্দ্রীয় হাই কমান্ডের সবার একটাই লক্ষ্য—দেশটাকে সকলকে নিয়ে এগিয়ে নেওয়া। আমাদের পরবর্তী প্রজন্ম যেন একটি সুন্দর, সুশৃঙ্খল, ন্যায়ের বাংলাদেশ পায়, সেটাই আমাদের প্রত্যাশা।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির আবু আম্মার আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে মাদ্রাসা প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। বক্তারা পরিবেশ সংরক্ষণ এবং দেশপ্রেমের শিক্ষা গ্রহণে এ ধরনের কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
What's Your Reaction?






